কথা হচ্ছিল মানবাধিকার নিয়ে। বিলাত-ফেরত প্রৌঢ় ডাক্তার সাহেবের কথাই আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের কাছে যারা মানবাধিকারের রোল-মডেল হিসেবে পরিচিত তাদের মানবাধিকার চর্চা এমন এক যায়গায় গিয়ে পৌঁছেছে যে, সেটাই এখন গলায় ফাঁস হওয়ার উপক্রম। রাত তিনটায় ফাঁকা রাস্তায় লাল সিগনাল দেখে দাঁড়িয়ে থাকা গাড়ির আইন মানার মত উদাহরণ প্রায়ই আমরা দেই কিন্তু আজকাল পাশ্চাত্যেও এতটা বাধ্যবাধকতাক...