Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

একটি ঘোষণা

অনানুষ্ঠানিক বিশাল সচলাড্ডা

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ২৮/০২/২০০৯ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ ২৮শে ফেব্রুয়ারি- বইমেলার শেষদিন। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বইমেলায় সচলদের আনাগোনা ছিলো, আড্ডা ছিলো, বই কেনা ছিলো, খাওয়া দাওয়া ছিলো। পুরো একটা মাস দারুন সময় কেটেছে আমাদের। আগামীকাল থেকে আর মেলা থাকবে না, হয়তো এতো সচলও আর সহসাই আমরা একত্রিত হব না।

বইমেলার এই সচলাড্ডাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ঠিক করা হয়েছে যে, আজ বইমেলার শেষদিন, আমরা "কিছু একটা করবো"।

তাই, হে মহাত্মন, আপনি ...