সকাল সকাল কর্তাবাবু পত্রিকাটি খুলে
চশমাখানা নাকের উপর একটুখানি তুলে
নারী দিবস আজকে দেখি গিয়েছিলাম ভুলে।
গিন্নী তুমি কোথায় গেলে দিলেন জোরে ডাক
ব্যাস্ত পায়ে গিন্নী এলেন কুঞ্চিত তার নাক
এমন কি গো হলো শুনি কিসের এত হাক ।
নষ্ট করনা জ়ীবন,ফেল রান্নাঘরের কাজ
তাল মিলিয়ে এগিয়ে চল ফেলে সকল লাজ
সাজিয়ে তোল ধরনীকে সবার সাথে আজ ।
ওমা ! এ কি হল শরীর খারাপ নাকি
পাগল হলে?আবল তাবল বলছ তুমি এক...