জুলফিকার কবিরাজ
অত:পর টেনু মণ্ডলের তাহাজ্জত আমলের ফায়াজ হল। খুশিতে বাঙ্গী ফাটা হয়ে মণ্ডল পালের সেরা দুটি দামরা গরু মেরে আকিকা দিয়ে নাম রেখে পিদিম জ্বালল। নাম রাখা হল খালিদ বিন অলিদ। বাপ ব্যাটা সম্পর্কে আরবী ব্যাকরণে অনভিজ্ঞ ধর্মান্ধ মণ্ডল ছেলের সাথে বাপের নাম ঠিক থাকল কিনা সে দিকে তাল না দিয়ে গাল ভরা উচ্চারণের একটি সেরা আরবী নাম দিয়েছেন তাতেই বেজায় খুশি। ডাক নাম রাখল হামজা। ...