Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

হাঙ্গেরীয় রসগল্প

হতাশাবাদী ও আশাবাদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ০৯/০৩/২০০৯ - ৫:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মূল রচনা:
সিলভেস্টার গালামবোশ

ক আর খ-এর ভেতরে অদ্ভুত কিছু সাদৃশ্য আছে। দু'জনে সমবয়সী, দু'জনেই একই বিষয়ে উচ্চশিক্ষাপ্রাপ্ত, দু'জনের চেহারার মিলও অবিশ্বাস্য। তবে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীতমুখী। ক হতাশাবাদী, আর খ - আশাবাদী।

নিজের পঁয়ত্রিশ বছর বয়সে মাথার টিকির অঞ্চলে টাক পড়তে দেখে হতাশায় ভেঙে পড়লো ক। আর খ সানন্দে লক্ষ্য করলো, তার অভিজাত খুদে টাকের চারপাশটি চুল ঘির...