মূল রচনা:
সিলভেস্টার গালামবোশ
ক আর খ-এর ভেতরে অদ্ভুত কিছু সাদৃশ্য আছে। দু'জনে সমবয়সী, দু'জনেই একই বিষয়ে উচ্চশিক্ষাপ্রাপ্ত, দু'জনের চেহারার মিলও অবিশ্বাস্য। তবে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীতমুখী। ক হতাশাবাদী, আর খ - আশাবাদী।
নিজের পঁয়ত্রিশ বছর বয়সে মাথার টিকির অঞ্চলে টাক পড়তে দেখে হতাশায় ভেঙে পড়লো ক। আর খ সানন্দে লক্ষ্য করলো, তার অভিজাত খুদে টাকের চারপাশটি চুল ঘির...