ঘোর লেগেছে পলাশ লালে
মন ছিল যে হাওয়ার দোলে
এক মনেতে জড়িয়ে ছিলেম
ভালোবাসার জালে
এমন সময় তুমি এলে
ভ্রমর কাল চোখটি তুলে
বললে হেসে
এবার আমি যাই।
মনে এল হঠাৎ করে
কাল প্রভাতেই বলেছিলে
সুর যদি আর নাইবা মেলে
চলবো একাই নিজের তালে
চমকে গিয়ে বিষম রকম থমকে গেলাম আমি
কাল বুঝিনি- সুরটি তবে কেটেই গেছে
ইচ্ছে করে অনেক আগেই হাত ছেড়েছ তুমি।
বোকার মত কেবল আমি
উড়িয়েছি ভালোবাসার ফানুস
ভালোবা...