১৩ মার্চ। রাজু দিবস। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী দিবস।
১.
তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নি। ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তাই বিভিন্ন কাজে এবং মাঝে মাঝে অকাজে ক্যাম্পাসে যাই, ঘোরাঘুরি করি। টিএসসিতে যাওয়ার সময় নির্মাণ হতে থাকা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যটাকে দেখি। তখন অবশ্য এর নাম জানতাম না। বেশ কিছু ছেলেমেয়েকে দেখি ভাস্কর্যটার নিচে একটা অস্থায়ী চালা তৈরি করে ...