আমি আসলে লেখক নই। অন্তর্জালের পাল্লায় লিখছি ৬/৭ মাস। এর আগে মন্তব্য লিখেছি। কিছু কিছু অর্বাচিন রাজনৈতিক পাঠ প্রতিক্রিয়া লিখেছি। কয়েকটি কবিতাও লিখেছিলাম কয়েকজন কবির ঠেলায়। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নির্মম।
কবিরা খুব জটিল প্রকৃতির প্রাণী। ঝামেলা পাকানোই এদের কাজ। গালি দেওয়াই এদের আওয়াজ। আমার দাদুর স্বভাব ছিল খুব মিনমিনে। সাত ...
(আলমগীর ভাইয়ের বর্ণমালার বই এই পোস্টের অনুপ্রেরণার উৎস। তাঁকে ধন্যবাদ।)
আমরা কীভাবে বর্ণমালা শিখেছি?
আমার নিজের অভিজ্ঞতাই মনে করতে পারি। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে গোল হয়ে চটের উপর পড়তে বসেছি। শিক্ষিকা বেত হাতে আমাদের মাঝখানে। প্লাস্টিকের বর্ণপরিচয় বই খুলে অক্ষরগুলোর উপর আঙ্গুল রেখে পড়ছি। শিক্ষক বললেন- সরুয়ু।
আমরা চিৎকার করে বললাম- সরুয়ু।
শিক্ষক ব...