Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

তম্বুরা

শব্দ তোমাকে চাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৬/০৩/২০০৯ - ১১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শব্দরা প্রতীক্ষায় আছে দিনমান।
প্রতীক্ষার পালা শেষে,
সন্ধ্যেতে একটু একটু করে সাজতে বসে তারা।
পায়ে রূপোর খাড়ু,হাতে কঙ্কন,চোখে কাজল,
লম্বা বিনুনিতে জড়ানো বেলফুলের মালা,
ঘুরিয়ে পড়া শাড়ির নীল আঁচল-
তম্বুরার তরঙ্গায়িত ঝংকার
সে কি জলসা বসবে নাকি?

নাঃ নাঃ ! নাহ্ !
আমি সমঝদার লোক নই মোটে!
আমার এসব পোষায় না,
আটপৌরে চাই,একদম ঘরোয়া,
ঘরময় ছুটোছুটি করো,ধুলো,ঝুল,কালি
মেখে সামনে এসে দাঁড়াও;
ফা...