আকাশটা একটু আগেও রৌদ্রোজ্জ্বল ছিলো। ঝুপ করে আলোটা সাতসকালেই মিইয়ে গেলো,নীল আকাশটা এখন দেখাচ্ছে ঠিক সাদাটে মোমের মতো। একটা পাইপের উপর একটা কাক এসে বসছে কিছুক্ষণ, আবার উড়ে উড়ে যাচ্ছে। জানলা থেকে দেখতে পাচ্ছি, সামনের আট তলা বাড়ির ছ'তলার গ্রিলের ফাঁক দিয়ে তেড়েফুঁড়ে মাথা বের করেছে টবে রাখা তিনটে গাছ যেন গলা বাড়িয়ে ওরা আকাশ দেখছে। খুব সামান্য একটু হাওয়া দিলো আর তাতে দুলে গেলো তারে মে...