সচলদের নিয়ে লন্ডনে আবারও আড্ডার আসর জমছে। এবারের আকর্ষণ মহামতি মাহবুব লীলেন। লু্ৎফর রহমান রিটনের সাথে জমজমাট আড্ডার পর ব্লগাররা আড্ডায় মাতবেন মাহবুব লীলেনের সাথে। এবারের আয়োজনে থাকছে খানিকটা রাজকীয় আবেশ, এক্কেবার টাওয়ার ব্রীজের পাশে , টেমস নদীর তীরে ঝির ঝিরে বাতাসে বসে আড্ডা হবে। বিখ্যাত বেঙ্গল ক্লিপার রেষ্টুরেন্টে আয়োজন করা হয়েছে ভূড়ি ভোজের। এইখান ইউকে, ইউরোপ কিংবা আ...