[১]বহু দিন পর মাঠে গিয়ে খেলা দেখলাম , আবাহনী-মোহামেডান ম্যাচ । আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই অন্য ধরনের উত্তেজনা , স্নায়ুচাপ ।স্কুল জীবনের কথা মনে পড়ে । ঐ সময় খেলাধূলা নিয়ে খুবই বাড়াবাড়ি করতাম। সকাল বিকাল নিয়ম করে ব্যাট আর ফুটবল নিয়ে দৌড়াতাম । রাতে ঠিক আটটা বিশ মিনিটে টিভি অন করতাম , কতগুলো শোক সংবাদ পরিবেশনের পর বিটিভি ঐ সময়ই খেলার খবর প্রচার করত । তখন যমুনা সেতু হয়নি । উত্তরবঙ্গে ...