‘জ্ঞানই শক্তি’ বলা হলেও জ্ঞান কুক্ষিগত করে রাখা হলে সেটা আর সব মানুষের শক্তি হয়ে উঠতে পারে না। জ্ঞান তখন ব্যবহৃত হয় মানুষকে দমিয়ে রাখার অস্ত্র হিসেবে- ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। যে কারণে knowledge is power only when it is shared স্লোগানকে শিরোধার্য করে www.bdeduarticle.com নামে শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট চালু করলাম। এই ওয়েব সাইটে মূলত বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, কলাম, গবেষণা প্রবন্ধ, নিবন্ধ,...