বাংলাদেশে খুব ছোটবেলাতেই আমাদের সাধারণ জ্ঞানের বই দেওয়া হত, অবধারিত ভাবেই সেই পাৎলা বইয়ের শেষের দিকে থাকত হাতে আঁকা ছবি দিয়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন পর্যায়ের( প্রাচীন যুগ, মধ্য যুগ, বর্তমান যুগ) মানুষের তৈরি সাতটি চোখ ধাঁধানো আশ্চর্যময় স্থাপত্যের বা আবিস্কারের কথা। যে গুলো মানুষের বিস্ময় উদ্রেক করে নির্মাণ হবার সময়কাল থেকে আজ পর্যন্ত, শত শত এমনকি হাজার হাজার বছর ধরে। সেই তালকায় স্থান পেয়েছে প
পিসায় যখন পৌঁছেছি সন্ধ্যা ছুঁই ছুঁই। শহরের মাঝদিয়ে বয়ে চলা খালের পাশে একটু খানি খালি জায়গা, ড্রাইভার সেখানেই গাড়ী রাখলো। আমাদের হোটেল সেখান থেকে ৫/৭ মিনিটের হাঁটা পথ। পুরোনো ছোট রাস্তা বলে গাড়ী যাবেনা। অগত্যা হাঁটা, ইটের রাস্তায় সুটকেসের চাকার একঘেয়েঁ খটর খটর শব্দ তুলে একসময় হোটেলে।
আধ ঘন্টায় রুমে ঢুকে সবকিছু রেখে হাত মুখ ধুয়ে ডিনারে বের হলাম, হোটেলে ঢোকার গলির মাথায় পিজা’র দ...