[justify][left]বাংলা ব্যাকরণ পড়েছি সেই ৭/৮ বছর আগে। খুব প্রিয় বিষয়গুলোর একটি ছিল। তখন মাঝে মাঝে মনে হত বড় হয়ে ঢাবিতে বাংলায় পড়ব। আরো কত আকাঙ্ক্ষা ছিল তার ইয়ত্তা নাই! যদিও উচ্চ মাধ্যমিকে বা পরে ভার্সিটি ভর্তির সময় দৃঢ় সংকল্প ছিল ঢাবির ফার্মেসিতে পড়ব, চান্স পাওয়ার পরও পিতাজান ভর্তি হতে দেন নাই! যাই হোক বাজে কথা রেখে এই পোস্ট যে কারণে সে কথায় আসি।
বিডিনিউজ২৪-এর খবরে দেখলাম রোববার বিকেলে ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। বাংলাদেশে এখন টর্নেডো মৌসুম (মার্চ-মে)। এ সময় শিলাবৃষ্টি হলেই তা চিন্তার বিষয়। কারণ, টর্নেডো সৃষ্টি হয় সুপারসেল (Supercell) নামক এক ধরণের ঘূর্ণনশীল বজ্রঝড় (thunderstorm) থেকে। সাধারণত সুপারসেল ঝড়ের সম্মুখভাগে শিলাবৃষ্টি হয়। তারপর উপযুক্ত পরিবেশে এ ঝড় থেকেই সৃষ্টি হয় টর্নেডো। তবে সঠিক নিয়ামকের অভাব...