আমি কখনো মরুভূমি দেখিনি। রাজস্থানে গেছি দু'বার কিন্তু দিগন্ত অবধি ধূ ধূ করা বালির সমুদ্র দেখা হয় নি। তবে ছবি দেখেছি অনেক, স্থির ও চলমান। আর দেখেছি মরুভূমির মানচিত্র, যার আরেক নাম English Patient.
পাঠক ও দর্শক হিসেবে নীতির আগে আমি নান্দনিকতাকে স্থান দিই, কাজেই আগেভাগেই জানাই, এই সিনেমা ও বই, দুটোই অনৈতিকতার দোষে দুষ্ট। এখানে নীতি ও সততার খোঁজ নেহাৎ পন্ডশ্রম হবে। এক সমালোচক লিখেছেনও দেখলা...
গল্প কিন্তু রেচেলকে ঘিরে নয়, তার বোন কিম ছবির মুখ্য চরিত্র। ঘটনা সব ঘটে বিবাহ-পূর্ব ও পরবর্তী সময়কালে। ছবির কাঠামো Monsoon Wedding-এর মতো খানিকটা, তবে দৃষ্টিকোণ ভিন্ন। গল্প খুব সামান্যই, এবং প্রিভিউতে চলচ্চিত্রকার বিশেষ কিছু লুকোন নি।
Anne Hathaway একমাত্র চেনা নাম, যাঁর অসামান্য অভিনয় সেরা অভিনেত্রীর অ্যাকাডেমি মনোনয়নে স্বীকৃত। মাদকাসক্তের চরিত্রের অন্য রঙগুলোও তিনি হারাতে দেন নি। ছবি...