তাকে পেরেক দিয়ে খুঁটির সংগে গেঁথে রাখা হয়েছিল আজমিরীগঞ্জ বাজারে । তখনো দেহ তার থির থির কাঁপছে, ক্রমশঃ ফুরিয়ে আসছে নিঃশ্বাসের আয়োজন ।
শত্রুদের আক্রমনে সহযোদ্ধারা যখন ছিন্নভিন্ন তখনো তিনি প্রিয় এলএমজি আঁকড়ে এগিয়ে যাচ্ছিলেন । যে চোখে স্বদেশের স্বাধীনতা আর শোষনমুক্তির স্বপ্ন দেখতেন সেই চোখ গুলিবিদ্ধ হলে ...