Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

প্রবৃদ্ধি

ভূটানের রাজা এবং ৭২-এর নিয়ম

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ১১:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

smallগোড়া থেকে শুরু করা যাক। দুনিয়ার এতো জায়গা থাকতে ভূটান নামের দেশটা থেকেই যে অর্থনীতির প্রথাগত চর্চায় একটা বড়-সড় ধাক্কা আসতে পারে, সেটা বোধ হয় কেউই আশা করেননি। সাধারণ মানুষ ভূটানকে চিনে কিভাবে? আমার কাছে 'ভূটান' মানে হলো মনের ক্যানভাসে দুটো ছবি -

১) হিমালয়ের দেশ। পর্বত-পরিবেষ্টিত, দুর্গম। অনাদিকাল ধরে প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা কঠিন পরি...