বন্ধু- তো তোমার ইয়ের খবর কি ...(ইয়ে মানে ঐ ইয়ের কথা বলছে আরকি....!)
বললাম- আমি কি তারে কোলে নিয়া বইসা থাকি নাকি??আমি কেমনে জানবো??তোমার এতদিনের পুরানা বন্ধু তোমার কাছেই খোঁজ নাই আমিতো কত দূরের...............!!
(এই বন্ধু আসলে ইয়ের বন্ধু, কাকতালীয় ভাবে চ্যাট রুমে পরিচয় হয়ে গেছে..পরিচয়ের পর তার পরবর্তী বাক্য ছিল-দুনিয়া খুবই ছোট!..তবে আমারও এখন খুব ভাল বন্ধু সে)
বন্ধু- খ্যাক ..খ্যাক...খ্যাক...তুমি দূরের হইল...