"অরূপ যখন আওয়াজ দিলেন " শিরোনামটা আমার দেয়া নয় । বহু আগে হাসান মোরশেদের একটা লেখার শিরোনাম - অরূপ যখন আওয়াজ দিলেন । কেন জানি অরূপের নাম মনে পড়লেই দুটো শিরোনাম আমার মনে পড়ে যায় , প্রথমটি হচ্ছে এই আওয়াজ দেয়া শিরোনামটা ; আর দ্বিতীয়টা হচ্ছে মাশীদের " আমি আর অপু " সিরিজটা ।
মানুষের নামের সাথে এই শিরোনাম কিভাবে মিলেমিশে যায় , আমি জানি না ।
আমি যখন ব্লগে আসি তখন হাসান মোরশেদ ছাড়া পূর্বপরিচি...