আজ পহেলা বৈশাখ। বাঙ্গালির আনন্দের দিন। মাটির কাছে, নিজেদের শিকড়ে ফিরে যাওয়ার দিন। প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে নতুন বছরকে আমরা বরণ যাব বিচিত্র সব বাঙ্গালি কায়দায়। কেউ বাহারি ঘুড়ি উড়াবে, কেউ রঙ মেখে ঘুরে বেড়াবে আর কেউ অন্যকে রঙ মাখাবে। মঙ্গল শোভাযাত্রায় যাবে হাজারো মানুষ। হাতে থাকবে বাহারি মুখোশ, ঘুড়ি আর রঙ্গিন প্রজাপতি। ঢোল বাজবে, বাঁশি বাজবে, বাজবে বাঙ্গালির কন্ঠ।
ভোর থেকেই রম...