সিংগুলারিটি কি? শব্দটার নানা কনটেক্সটে নানা অর্থ হতে পারে, তবে ট্র্যান্সহিউম্যানিসম বা সায়েন্স ফিকশনে শব্দটার অর্থ খুব নির্দিষ্ট। এখানে সিংগুলারিটি হল এমন একটা পরিস্থিতি যেখানে মেশিন 'সেনটিয়েন্স' পেয়ে গেছে এবং ক্রমশ মানুষের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাচ্ছে।
সিংগুলারিটি শব্দটি এ কনটেক্সটে প্রথম জনপ্রিয় করেন বিখ্যাত আমেরিকান সায়েন্স ফিকশন লেখক এবং প্রফেসর ভারনর ভিঞ্জ। ভিঞ...