পূর্ব কাহিনীঃ আন্ডামারার যদু কাগু
কাগুর বয়স ১৩২ বছর পেরিয়েছে। কিন্তু একেবারে বুড়ো হয়ে যায়নি। গায়ে তাকদ আছে তখনো। সেই সময় দেড়শো দুশো বছর বাঁচতো মানুষ। কাঠুরে পুত্র মধু আন্ডামারা ছেড়ে পালানোর পর যদু-কাগুর ঘুমটা ভালোই হচ্ছিল। ব্যবসাপাতিও চরমে।
কিন্তু মাঝে মাঝেই কিছু দুঃস্বপ্ন দেখে কাগু। একদিন চরম এক দুঃস্বপ্নের পাল্লায় পড়লো। দেখলো তার যদু-মাচা চুরি করে ...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
অস্বস্তিকর ভিডিও, প্রোফেনিটি আছে। সবার দেখার উপযোগী নয়।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
খোমাবইয়ে আমি তেমন একটা নিয়মিত না। মাঝে মধ্যে যাই, দেখি এ-সে এই-সেই ছবিতে আমাকে ট্যাগ করে রেখেছে। আবার মাঝে মধ্যে অনেকে অনেক ভিডিও ও আপলোড করে দেয়। জানালার ফাঁকে দুপুরের অলস রোদ দেখার আগ্রহ নিয়ে দেখি, খুব একটা কমেন্ট করা হয় না। চলে আসি।
মাঝে মধ্যে দুয়েকটা ভিডিও দেখে হাসবো না কাঁদবো ঠিক বুঝ...
ফেসবুক বা খোমাবই নিয়ে অনেকের লেখা পড়ে আমারও একটা লেখা তুলে দেবার প্রয়োজন মনে করলাম - ছড়ার আকারে। অনেকদিন আগে ফেসবুকে প্রথম একাউন্ট খোলার সাথে সাথে পুরনো অনেক বন্ধুকে পেয়ে আমি চরম আহ্লাদিত হয়েছিলাম। সেই আহ্লাদে তখন যে ছড়াটা লিখেছিলাম সেটাই এখন আপ্লোডালাম।
-------------------------------------------
বহু পুরাতন হে বন্ধুগণ পেয়েছি তোদের আবার,
এ যে ফেসবুক এনে দিল সুখ অতীতে হারিয়ে যাবার।
শুধু তাই নয় তোরা এস...