বৈশাখ তুমি কতটা রঙিন কতটা সুন্দর তা জেনেছি অনেক পরে...। খুব ছোটবেলায়
যখন ফ্রক পরে ছুটোছুটি করি তখন জানতাম না তুমি কি..?কেমন তোমার ধরন..? শুধু
বুঝতাম তুমি এমন কিছু, যে দিন মানুষ গুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠতো।
আমরা শুধু রঙিন বেলুন,চকলেট মিমি আর খেলনা দিয়েই পাড় করে দিতাম।সেদিম মা
মজার মজার রান্না করতেন আর আমরা খেয়ে হইচই করেই দিন শেষ করতাম যদিও
জানতাম না বৈশাখ তুমি কেমন..।
বয়ঃসন্ধির সময়...