Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

আর কত হারাব?

ইচ্ছে

জুলফিকার কবিরাজ এর ছবি
লিখেছেন জুলফিকার কবিরাজ (তারিখ: শুক্র, ২৪/০৪/২০০৯ - ৪:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পলাশীতে হারালাম স্বাধীন সূর্য,
স্বয়ংসম্পন্ন গ্রাম,
মুক্ত বুদ্ধি আর গতর খাটানর স্থান,
ভরা ভাতের হাড়ি, শান্তির আঙ্গিনা।
তখন থেকে শুধু হারাচ্ছি আর হারাচ্ছিই-
আর কত হারাব?

শের- এ মহীশুর থেকে নেতাজ্বী
অসংখ্য ত্যাগীর বলির পরেও ৪৭- এ
ধর্মের নামে ভাগ হল সহদরের উঠন।
সে উঠন আবার নিকান হল
মহাত্মাজ্বী ও লিয়াকত আলীর রক্তে।
তখন থেকে শুধু হারাচ্ছি আর হারাচ্ছিই-
আর কত হারাব?

আপনার করে পেলা...