[এটি বহু আগে শুরু করা, 'গুছিয়ে লেখার চেষ্টা' প্রকল্পের একটি লেখা। বর্তমানে জমে থাকা ১৮টি লেখার একটি। এটা এ নিয়ে চার-পাঁচবার শেষ করার চেষ্টা করেও কোনই কাজ হয়নি। নড়ে না। শেষবারে লেখার দিকে কতক্ষন কেবল চাইয়া ছিলাম। 'ট্রেন অফ থট' ভেঙ্গে যাওয়ার ফল মনে হয়। বা হয়তো টপিকটাই বিটকেইল্যা।
[=14]আজকে ভাবলাম, "নাহ, মোটামুটি একখান দিমুই দিমু!" দিলামই দিলাম। বহু রাফ ছিল, নোটস ছিল, অনেকটা জুবা...
(পোস্টটির উদ্দেশ্য আমার কিছু হাইপোথিসিস আপনাদের সাথে মিলিয়ে নেয়া। আমার ভুল হতেই পারে, আমাকে কনভিন্স করুন। আমার সাধারন কথ্য ভাষায় লেখা বিধায় ইংরেজির ব্যবহার অধিক, সাহিত্যগুন নিম্ন।)
চরমপন্থী সন্ত্রাসের প্রতি আমার মনোভাব কখনো অনেকটাই নিহিলিস্টিক, আবার কখনো প্যাসিভ-এ্যাগ্রেসিভ, কখনো 'চরমপন্থী'।
কেস ইন পয়েন্ট: গত ২ দিনে বাগদাদে যা হল; প্রথমে বাকুবায় ইরানী শিয়া পিলগ্রিম ভরা রেস...