আজ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাংলাদেশে হয়তো কিছুই না, কিন্তু কানাডার ঠান্ডায় যারা অভ্যস্ত তাদের জন্য সাক্ষাৎ দোজখ। ভাগ্য ভালো তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাতাসের বেগও আছে। অনেকদিন পরে আজ তাই ক্যামেরাটাকে ব্যায়াম করালাম। সেই সাথে একটু হাঁটাহাঁটিও হলো।
আজ শুক্রবার। জুম'আর দিন। এই দিন সাধারণত একটু ভালো পোষাক-আশাক পড়ি। সপ্তাহের বাকি চারদিন নাক-মুখ গুঁজে টেবিলে বসে থাকতে থাকতে ...