নীলাভ সবুজ আকাশের উত্তর কোণে
নোঙর করা মেঘের বহর।
ওরা আকাশ-দস্যু,
জোছনা ডাকাত-
কখনো ওদের বৃষ্টি দেখেছো?
ঐ ওখানে
বড় মেঘ দুটোর ঠিক পেছনে
হয়তো ঘাসফড়িঙের মত আমিও ছিলাম;
এখন কেবলই শীর্ণ দেয়াল
বহুদিন হল চন্দ্রগ্রহণ
কেরোসিন ল্যাম্প এর ম্লান আলোয়
তাই ভুল কোরোনা।
নিজে কিছু যে লিখিতে পারি না তাহা অবশেষে মানিয়া লইয়া পরলেখায় লোভ করিলাম। অন্যত্র হতে সংগ্রহ করিয়া অনুবাদের চেষ্টা করিতেছি মাত্র। পূর্বশ্রুত হইলে দয়াপূর্বক নিজ গুণে ক্ষমা করিয়া দিন।
====================================
ইউনিভার্সিটি অব কোপেনহেগেন এর পদার্থ বিজ্ঞান পরীক্ষায় একবার একটা প্রশ্ন ছিলো এরকম -"কেবলমাত্র একটি ব্যারোমিটারের মাধ্যমে এক আকাশচুম্বী অট্টালিকার উচ্চতা নির্ণয় কর।"
...