অংকের সাথে ধানক্ষেতের সম্পর্ক কি, অথবা, সেভাবে দেখলে, ভাষারই বা সম্পর্ক কি?
আছে রে ভাই, আছে। গবেষকদের মতে ভাষার গতি আর সিস্টেমের সাথে অংক ভাল লাগার (এবং ভাল করার) ভাল সম্পর্ক আছে।
যেমন ধরেন, যদি আপনাকে একটা নাম্বার সিকোয়েন্স দেই বাংলায়, ইংরেজিতে, ম্যান্ডারিনে এবং আরবীতে, সেগুলো ভাষার উচ্চারন গতি অনুযায়ী (মানুষ মনে মনেও উচ্চারন করে পড়ে - একটু দ্রুত যদিও) মনে রাখতে সময়ের তারতম্য হবে...
একদম ঠিক সময়মত নিউ ইয়র্ক টাইমস এ টপিক নিয়ে আলোচনা শুরু করেছে আবার। পড়ে দেখতে পারেন, যদিও তেমন নতুন কিছু নেই। গ্রেট মেন থিংক এ্যালাইক?
*
গত পোস্টে টারম্যানের জিনিয়াস স্টাডি নিয়ে বলেছিলাম, কিন্তু একটা কথা বলা হয়নি।
টারম্যানের স্টাডিতে যেসব বাচ্চা পরে সফল হয় তাদের প্রায় সবাই ছিল 'ভাল পরিবারের' সন্তান। যারা 'ব্যর্থ' হয় তারা প্রায় সবাই ছিল দরিদ্র বা ব্...