এটা তো মনে হয় সত্য যে, ভৌগোলিক নৈকট্য ছাড়া পাকিস্তান কীভাবে দক্ষিণ-পুর্ব এশিয়ার তথা একককালের ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত, এটা ভেবে বুদ্ধিমান মানুষ মাত্রই দোটানায় পড়ে যান। ব্যতিক্রম নিশ্চয়ই আছে; যেমন আমি বুদ্ধিমান না-হয়েও দোটানায় পড়ে যাই। ব্যতিক্রম আরো আছে; তবে সেই ব্যতিক্রম গোষ্ঠী তো আরবদেরকেও নিজেদের খুব কাছের বলে মনে করে। এই শেষ পদের প্রাণীদের নিয়ে আলোচনায় যাওয়া গুরুর নিষেধ।
নেপালের গত কয়েকদিনের ঘটনাবলী খুব খিয়াল করে অনুসরণ করছিলাম। ইতিহাস গোল নয় ঠিক, তবে হোমোজিনিয়াস ঘটনায় পরিপূর্ণ। খবরের কাটপেস্ট করতে চাই না কারণ খবরটা ইতোমধ্যেই সবাই সংবাদ মাধ্যমের কৃপায় জেনে গেছেন। তবু সংক্ষেপে জানাচ্ছি, ২০০৮ সালের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কমিউনিস্ট পার্টি অফ নেপাল(মাওবাদী) দলের নেতা প্রচন্ড পুস্প দহল প্রধানম...