১
একটা ফর্ম রেডি করে বসে আছি। বসের বস আসবে, সাইন নিবো, তারপর আইটিরে গিয়ে জমা দিবো।
এই ফর্মটার মনে হয় না তেমন দরকার ছিল। এই, শুরু হইল আমার কান্নাকাটি। সে পথে যাবো না।
আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি। বড় কোম্পানির ডিভিশন অফ লেবারের পেইনেই শুরু হয় ব্যুরোক্রেসি। এইটা এড়ানো ভয়ানাক কঠিন কাজ। এমনকি পাশ্চাত্যেও তাই। কিছু অল্টারনেট মডেল ব্যবহ্রত হয়, গোর-টেক্স এ যেমন। তবে সেটা খুবই কম।...
একটা সাধারন সপ্তাহের ৪৫-৫৫ ঘন্টা আমি কর্মক্ষেত্রে কাটাই। এরকম বিশাল সময় আর কোন কার্যকলাপে আমার যায় না। পারলে হয়তো কাজ না করেই কাটিয়ে দিতাম, কিন্তু বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারনে কাজ আমাকে করতেই হবে (বরং বলি কর্মক্ষেত্রে সময় আমাকে দিতেই হবে), সুতরাং এই সময়টা কিভাবে খুব অপটিমালি ব্যবহার করা যায় এ নিয়ে আমার চিন্তার কোন অন্ত নেই।
আমি চাকরি করছি ঠিক ২ বছর ২ মাস ১২ দিন ধরে (আমার বয়স ...