প্রেম :)
কবি-তা ০৬: নাইমামার-থেকে-কানামামা-ভালো পোস্ট :)
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বিষ্যুদ, ১৪/০৫/২০০৯ - ৪:৫০অপরাহ্ন)ক্যাটেগরি:
১।
আমি মৌনী ছিলাম, ছিলাম নিরর্থক ঋণী।
এবার একটু ধানী হই, ধনী হই-
একটিবার কাছেটি আয় দিকিনি!
[১৩ মে ২০০৯, মহাখালী, ঢাকা]
২।
আয় এক চুমুতে পান করি আজ প্রেমের এক চুমুক-
উত্তাপে না কাঁপুক, ঠাণ্ডা হাওয়ায় ভরি বুক।
আয় আরেক চুমোয় পান ক'রে নিই আরেক চুমুক তুই-
কাঁধের ছোট্ট চড়ুই, তোরে কোনখানে যে থুই!
[১৪ মে ২০০৯, মহাখালী, ঢাকা]
- সাইফুল আকবর খান এর ব্লগ
- ৪৮টি মন্তব্য
- বিস্তারিত...
- ৩৩২বার পঠিত