দেশ থেকে গুটি বসন্ত (small-pox) নির্মূল হয়ে গেছে বললেই চলে। কিন্তু জল বসন্ত প্রতি বছরই হানা দেয় গৃহস্থের ঘরে। এই বসন্ত গৃহস্থের বাড়ির সদস্য থেকে শুরু করে গবাদী পশু-পাখীদেরও আক্রমণ করে। এই রোগ আক্রমণের কোন ঋতু ভেদ নেই, তবে শীতের পর থেকে বসন্ত ও গ্রীষ্মে এর প্রকপ বেশী দেখা যায়।
চিকিৎসা: ভেষজ উদ্ভিদের মধ্যে সচরাচর ব্যাবহৃত হয় কুণ্টাকেরী ও বৃহতী। বসন্তের উদ্ভেদ (গোটা) গায়ে দেখা দেখা দেবার...