আজব এক দেশ এই আয়ারল্যান্ড। শীত-গ্রীষ্ম-বর্ষা – তিন ঋতু যেন এক সাথে শুরু হয়েছে এবারের সামারের শেষ দিকে এসে। সকালে সূর্য ওঠার পর থেকে গরম শুরু হয়। সেটা বাড়তে বাড়তে দুপুর ৪টার মধ্যে অসহনীয় পর্যায়ে পৌছে যায়। আমি একটা ভকেশনাল কলেজে ডিপ্লোমা কোর্সের আইটির খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করি। সেখানে ক্লাস নেই ইভনিং-এ। ক্লাস শুরু হয় ৫টা থেকে। তাই আমাকে ৪টার সময় বাসা থেকে বের হতে হয় এই গরমে ...
(কারো ধর্মীয় চেতনায় আঘাত দেবার জন্যে এই লেখাটি লেখা হয়নি। প্রতিটা বক্তব্যের পেছনে প্রামাণ্য লিংক দেবার চেষ্টা করেছি।)
ক্যাথলিক চার্চ আরেকটা প্রবল ঝাঁকি খেতে যাচ্ছে। এক দশকের গবেষণা-অনুসন্ধান শেষে আইরিশ সরকার আজকে একটি রিপোর্ট বের করছে। লোমহর্ষক তার বিষয়বস্তু - ক্যাথলিক পাদ্রীদের হাতে আইরিশ শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের এক করুণ ইতিহাস। ৫ খন্ডে রচিত ৩,০০০ পাত...