ভয়েজার-১১ যখন সৌরজগতের একদম সীমানায়, প্রাইমারী মিশন শেষ, তখন কার্ল সাগান নাসাকে অনেক বলে কয়ে ৩.৭ বিলিয়ন মাইল দূর থেকে পৃথিবীর একটা ছবি তোলালেন। নাসার গড়িমসির কারন ছিল। এত দূর থেকে পৃথিবীকে তো দেখাই যাবে না!
কিন্তু সেটাই তো সাগানের উদ্দেশ্য: পৃথিবীর ক্ষুদ্রতা দেখানো, বোঝানো; আমাদের এই মানবকেন্দ্রিক প্রেজুডিস দূর করা। সৌরজগতের আভ্যন্তরীন সীমানা (Oort Cloud বা বহির্সীমানা তকও মনে হয় যা...