- চলে যাবে? যাও।
কোথায় যাবে, পৃথিবীর তিন ভাগ জল আর বাকি এক ভাগে থাকলে দেখা হয়ে যাবে...
- জল হয়ে যাবো নদীতে তারপর সাগরে।
- তাতেও ক্ষতি নাই।
তুমি সাগরে গেলে নতুন এক প্রবাল জন্ম নিবে।
- তাহলে পাখি হয়ে যাবো।
- আরো ভালো।
যখন ফুল নড়ে ওঠবে আমি বুঝে নেবো তোমার ডানার হাওয়া ছুঁয়েছে।
- তবে মেঘ হবো।
- ব্যপার না! যখন বৃষ্টি হয়ে ঝরবে, নর্দমায় তখন পদ্ম ফুটবে।
এখন বলো আর কি হবে। কোথায় যাবে। কোথায় হারাব...