বছর দুই আগেও ছিলাম আরাবল্লী পর্বতের কোলঘেঁষে| ছোটখাট ছুটিছাটায় দৌড়ে চলে যেতাম হিমালয়ের কোলেকাঁখে চড়তে৷ আরাবল্লীর রুক্ষ, লাল ধুলো ছেয়ে থাকত আমার ঘরে বারান্দায়৷ মানুষের লোভের থাবায়, রিয়েল এস্টেটের গার্গাতুয়ান ক্ষিদেয়, আরাবল্লী কেটে কেটে ছোট হয়ে যায়, গড়ে ওঠে ছোটবড় স্যাটেলাইট নগরী৷ এপ্রিল মে মাসে যখন আঁধি আসে, আরাবল্লী তীব্র ক্ষোভে উড...