গতকাল আয়ান ব্যাংকসের আরেকটা অসাধারণ বই শেষ করলাম - 'লুক টু উইন্ডওয়ার্ড'। আমার মতে, খুব ভাল বই শেষ করার একটা লক্ষণ পড়ার পরে একটা 'শূন্যতা' বোধ করা, কতক্ষণ দাপিয়ে বেড়ানো (নিতান্তই ব্যক্তিগত যদিও এ অনুভূতিগুলো)।
ঠিক তাই হল বইটা শেষ করার পর। গত সপ্তাহ জুড়ে বইটা পড়ছিলাম, এখন বেশ খালি খালি লাগছে। আর শেষ করার পর প্রায় এক ঘন্টা বারান্দা জুড়ে হাঁটাহাঁটি করলাম আর চি...
(ঢুকার আগেই আবারো কইয়া দেই: বিশাল পোস্ট। ইচ্ছা কইরা করি নাই, হইয়া গেছে। একটু খিয়াল কইরা, সময় নিয়া পইড়েন, অনেক বড় আর জটিল বইয়ের কাহিনী কম্প্রেস কইরা কইছি কিনা। তাইলে শেষদিকে ব্যাপক মজা পাইতে পারেন, ওইটাই পুরষ্কার! )
উইকেন্ড আসলে আমার প্রকৃত রুপ বেরিয়ে পড়ে। আমার মত ব্যাপক আইলসা দুনিয়ায় কম আছে কইছি মনে হয়। যেমন এই উইকেন্ডেই ধরেন, সচলায়তনে লেখা দিয়া ছাগু স্টাইলে ৯ ঘন্টা ঘুমাইল...