সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এমন একটা সিনেমা নিয়ে এক্ষুণি কথা বলতে চাইছি কেন? কারণ এর প্রিভিউ দেখে আমি ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছি! ভিস্যুয়ালি এ যাবৎ আমার দেখা শ্রেষ্ঠ মুভি "সিন সিটি"। এই নতুন ছবি "গেমার" প্রায় সেই পর্যায়ের। যাঁরা সিনসিটি দেখেছেন তাঁরা ভিস্যুয়াল নিয়ে কথাটা বুঝবেন, খুব কম রঙে এবং কম মিশ্র শেডের ব্যবহারে এখানে একটা সলিড লুক আনা হয়েছে, আঁকা ছবির মতো খানিকটা, য...