আমার চেয়ে কে আর বেশী বিষে বিষে নীল স্বপ্নভূক
কে আর পেয়েছে এত স্খলিত মুদ্রার পতিত অসুখ
ছলনার শিল্পিত ফাঁদে
রাগে ও অনুরাগে
কে আছে এমন আমূল দু’ফাঁক
তীব্র আর্তনাদে কেঁদে কেঁদে
নোনা জলে সেঁচে প্রগাঢ় খেদ
ব্যথিত ধ্র“পদ বিষাদের ভারে
নদীভাঙা জলের কিনারে
ক্লান্তশূন্য এমন কে আর আছে
পান করে অমৃতের গরল আস্বাদ
অবিশ্বাসী ছুরির আঘাতে
কে আর বেশি মৃত আমার চেয়ে,জীবিত থেকে’ও