সপরিবারে আকতার : ছবিটি এই অধমেরই তোলা
এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
তার পরিচয় বিশাল হৃদয়
সব মানুষের জন্য।
ছড়া নয়, আমি তার কূলপ্লাবী
ভালোবাসাটারই ভক্ত...
এমন জনকে সাজানো কথায়
শুভেচ্ছা দেয়া শক্ত!
এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
চোখ ভিজে ওঠে জীবনে এমন
বন্ধু পাওয়ার জন্য!
১২ জুন, ২০০৯