১।
গত সপ্তাহান্তে সচলায়তনে একটা লেখা দেয়ার ইচ্ছা যে ছিল না তা না, কিন্তু টমাস এল. ফ্রিডম্যানের 'হট, ফ্ল্যাট এ্যান্ড ক্রাউডেড' নামক অসাধারণ একটি বই আর 'ক্যালিফর্নিকেশন' এবং 'ম্যাড মেন' নামক দারুন দুই টিভি সিরিজ বেশিরভাগ সময় খেয়ে ফেলেছে।
নিউ ইয়র্ক টাইমসের আন্তর্জাতিক বিষয়াবলীর কলামিস্ট টমাস ফ্রিডম্যানের বেশ কিছু বই আমি আগেও পড়েছি। ভদ্রল...