আশা পোড়া ছাই দিয়ে ভরা আমার ঘর
বিবর্ণ সিন্দুকে তুলে রেখেছি অন্তর=
শেষ সম্বল টুকু ভেসে যাচ্ছে ঝড়ে
তিলে তিলে গড়া আঙ্গিনায়
লুটিয়ে পড়ে আছে
সম্ভাবনার সর্বশেষ অক্ষর
আলোর দেয়ালে মাথা কুটে কুটে
ধরাশায়ী হল নিয়তি
তার নিশ্ছিদ্র জালে আটকা পড়ে
সুখের প্রজাপতি
প্রাণহীন____
নিশ্চল।
এতদিনেতো মনে হয় সক্কলে জেনেই ফেলেছেন যে আমি মানুষটা শুধু বেকুব কিসিমের তাইইনা, বরং প্রচন্ড রকম দুঃখ বিলাসী। আমার এই নেই, সেই নেই, রুপ নাই, গুন নাই, বুদ্ধি নাই, টাকা নাই, পয়সা নাই - এই হাজারো রকম 'নাই' কে ইনিয়ে বিনিয়ে ফ্যানফ্যানিয়ে বলতে আমি ভয়াবহ আনন্দ পাই। এদিকে আবার মনে কোনও এক চিপায় এই আকাংখাও থাকে যে কেউ না কেউ এসব 'আমার সকল দুখের প্রদীপ জ্বেলে' ধরনের দিনপঞ্জী পড়ে বলবে, আহা তুমি তো সু...