বিদেশ যাওয়া নিয়ে আমাকে মাঝে-মধ্যেই বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গুঁতা দেয়। আগে ব্যাপক দিতো, এখন কম দেয়। মনে হয় বাঙ্গালী শিক্ষিত মধ্যবিত্তের সন্তানের যেন একমাত্র চূড়ান্ত গন্তব্য প্রবাস গমণ।
যাইতে আমার তেমন আপত্তি নাই, যদি সোজা হইতো। জিনিসটা আমাদের লাইনে অত সোজা না বলেই মনে হয়।
আমার মতে পরিসংখ্যানগত সত্যের চেয়ে বড় সত্য আর নাই। এদিক দিয়ে দেখলে আমার আইবিএ-র ব্যাচের আগের ত...