ব্লগ লেখা, এই কনসেপ্টটাই আমার কাছে নতুন। নেটে অনেক ব্লগ সাইট আছে, এটা জানতাম, কিন্তু কখনও ঢোকা হয়নি। আগ্রহ হল কদিন আগে, যখন আমার এক ফেসবুক বন্ধু কিছু লিঙ্ক পোস্ট করল। এরপর আস্তে আস্তে লক্ষ্য করলাম, আমি প্রতিদিনই সবগুলো সাইটে ঢু মারতেসি...আজকে হঠাত ইচ্ছে হলো নিজেই কিছু একটা লিখে ফেলি না...
লেখালেখি মূলতঃ অভ্যসের ব্যাপার। একেতো বুয়েটের পর্বতসম চাপে পিষ্ঠ আমার বাংলা লেখা হয়না বহুদিন, ...