জ্বরের ঘোরে দেখেছিলাম কালাজলের পাথার
|তিল-গপ্পো| জ্বরের ঘোরে দেখেছিলাম কালাজলের পাথার
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ১০:১৮অপরাহ্ন)ক্যাটেগরি:
জ্বর এলে খোকাটে হয়ে যাই, উলট-পালট শুয়ে থাকি সারা বিছানা। আধ খোলা চোখে বিছানায় কাঁথা-কম্বলের রাজ্য বিস্তার দেখি! আমার সিথানে এক ফালি জানালা, খানিক উঁচুতে; পূর্বমুখী বলে বিকালের ঘ্রাণ টানার সময় আমি সাঁঝের কোমরের গন্ধ পাই- আমার সুখ হয়। আজ কেবল জ্বরের সংস্পর্শে ঘোর- নিউরনে ক্রমশ স্থান-দাবীদার একটি শিরীষের পত্র, আমি রেখা টানি তাতে; আমার সুখ হয়।
ঘরের তাপমাত্রা এই কড়াইয়ে-বেগুন-ভাজার মতো...
- আশরাফ মাহমুদ এর ব্লগ
- ৪টি মন্তব্য
- বিস্তারিত...
- ৩৮৭বার পঠিত