[justify]ছোট বেলায় পন্ডিৎমশাই নামে এক গল্প পড়েছিলাম। সেখানে স্কুল পরিদর্শন করতে আসে লাট সাহেব আর তার সাথে তিন ঠেঙ্গের এক কুত্তা। গল্পের এক পর্যায়ে পন্ডিৎ মশাই তার এক প্রিয় ছাত্রকে (লেখক) একটি অঙ্ক কষতে দেন। অঙ্কটি হলো লাট সাহেবের কুত্তার পেছনে মাসে খরচ হয় পঁচাত্তর টাকা আর পন্ডিৎ মশাই বেতন পান মাসে পচিশ টাকা যা দিয়ে তার দশ বার জনের পরিবারের খাওয়া পড়া চালাতে হয়। তাহলে প্রশ্ন হলো এই ব্র...