এতদিন অনেক ছবি দেখছেন। কোন কোন ছবি ভালো লাগছে, কোনটা লাগেনাই। সব ছবিই যে ক্যামেরার কারিগরী তা কিন্তু ঠিক না, এইখানে প্রসেসিং এর অনেক বড় ভূমিকা আছে। সঠিক প্রসেসিং এর গুনে অনেক সাধারন মানের ছবিই কিন্তু অসাধারণ হয়ে ধরা দেয়।
এইখানে আজকে আমি ‘হাই কী’ ছবির প্রসেসিং নিয়া কিছু জ্ঞান দান করার চেষ্টা করবো। আপনারা যারা এই সম্পর্কে আগে থেকেই জানেন তাঁরা এইটা পড়বেননা, যারা জানেন না তাঁরা পড়...