অ্যাম্বিঝড় এখনো বহমান। বিবিধ সফটওয়্যার সহযোগে, বিভিন্ন ভঙ্গিতে বাংলা বর্ণমালাকে দুমড়ে মুচড়ে অ্যাম্বিবাক্সে বন্দি করার চেষ্টায় মত্ত অনেকেই। ধূগোদা একটা পোস্ট দিয়েছেন অ্যাম্বিগ্রামারের উপর। আমিও গোমর ফাঁস করব বলেছিলাম তখনই। আমার গত পোস্টের অ্যাম্বিগ্রামগুলো দেখে যারা বিমোহিত তাঁদের মোহভঙ্গ করতে এবং যারা যান্ত্রিক আঁকাআঁকিতে জড়ত ...
দ্য ডা ভিঞ্চি কোড নিয়ে যখন মাতোয়ারা সবাই, আমি তখন ড্যান ব্রাউনের সাইট ঘুরে ভিঞ্চি কোডের রহস্য উন্মোচন করতে লেগে যাই। সেখানে জানতে পারি সিজার বক্সের কথা। সিজার বক্স ছাড়াও অন্য আরও পদ্ধতিতে 'কোড ভাঙা' দেখতে থাকি। এক পর্যায়ে সামনে আসে অ্যাম্বিগ্রাম। মাথা আউলানোর সেখানে শুরু। বেশ কয়েকটা সাইট ঘুরে অনেক ফাইট দিয়েও যখন এই জিনিষের কূল-কি...
আমি হুজুগে মানুষ। লোকে অনুরোধে ঢেঁকি গেলে। আমাকে অনুরোধও করতে হয় না। হুজুগ দিলেই আমি ঢেঁকিঘরসমেত ঢেঁকি গিলতে উদ্যত হই।
তার উপরে বেকার। কথায় আছে নাই কাজ তো খই ভাজ।
তো আমি খই ভাজি, নিজে খাই এবং বিলাই।
আমার অতিসম্প্রতি হুজুগের নাম “অ্যাম্বিগ্রাম”। সচলরা এই শব্দটির সাথে অতিপরিচিত আম্বিগ্রামগুরু জি.এম. তানিমের সুবাদে। তবে আমার মধ্যে এ রোগের সংক্রমণ হিমু ভাইয় ...
[justify]
আমার করা কয়েকটি অ্যাম্বিগ্রাম।
অনুপ্রেরণা পেয়েছি সচলের অ্যাম্বিগ্রামগুরু জিয়েমতানিমের দু'টি পোস্ট থেকে [১], [২]। ড্যান ব্রাউনের এইঞ্জেলস অ্যান্ড ডেমনসের অ্যাম্বিগ্রামগুলো দেখেছিলাম আমিও, চমৎকৃত হয়েছিলাম, কিন্তু নিজে এমন কিছু করার ইচ্ছা হয়নি। তানিম সেই আগ্রহটা উসকে দিয়েছে একাধিকবার। ওর করা অ্যাম্বিগ্রামগুলোর মতো চমৎকার ওজনদা...
খোমাখাতায় হঠাৎ সচল এনকিদু কমেন্ট করে বসল, "সচলে আমার সর্বশেষ পোস্টটা দেখেন, আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে।" আমি ভয়ে ভয়ে পোস্টে ঘটনা দেখতে গেলাম। হাজার হোক, আলোচনার বিষয়বস্তু হওয়া মোটেই সুবিধার ব্যাপার না। গিয়ে জানতে পারলাম "বরাহশিকারী"র একটা অ্যাম্বিগ্রাম হলে ভালো হয়। চেষ্টা করবো বলে কাজ শুরু করলাম, যদিও তেমন এগোচ্ছিল না। সেদিন মেসেঞ্জারে আবার ওর সাথে কথা হচ্ছি...
(অ্যাম্বিগ্রামের সাথে আমার পরিচয় অনেকের মতই ড্যান ব্রাউনের হাত ধরে। দ্য ডা ভিঞ্চি কোড এর বহুল জনপ্রিয়তার পর সবার হাতে হাতে তার বই চারটা ঘুরেছে। আমিও এক বড়ভাই এর কাছ থেকে নিয়ে পড়ে ফেলি। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স পড়ার সময় খুবই আশ্চর্য হই বইটিতে পাওয়া অ্যাম্বিগ্রামগুলো দেখে। মুগ্ধতারও কমতি হয় না। অনেকেই জানেন হয়তো এটি সম্পর্কে, তবুও যারা জানেন না তাদেরকে এই শিল্পের সাথে পরিচিত ...