সাদামাটা ভাবে এবং মোটাদাগে পণ্য তৈরীর পরিকল্পনায় (প্রডাক্ট ডেভেলাপমেন্ট) দুটি ধারা দেখা যায়। প্রথমটিতে ভোক্তার বা সর্বিক চাহিদার ভিত্তিতে পণ্য তৈরীর পরিকল্পনা করা হয় এবং দ্বিতীয়টিতে প্রথমে পণ্যের কন্সেপ্ট তৈরী করা হয় এবং পরে চাহিদা তৈরী করা হয়। তা এই দ্বিতীয় ধারায় বাংলাদেশে বেশ কয়েকটি সাফল্য আছে যা আমাকে সবসময়ই আলোড়িতো করে।
আমার এখনো মনে আছে ছোটোবেলায় বন্ধুদের আড্ডায় এই...